ইইউ’র ২৭ দেশে ব্যাপকহারে করোনার টিকা প্রদান শুরু

ইইউ’র ২৭ দেশে ব্যাপকহারে করোনার টিকা প্রদান শুরু

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত ২৭ দেশে ব্যাপকহারে করোভাইরাসের টিকা প্রদান শুরু হয়েছে। আগে দু’একটি দেশ ফাইজার-বায়োএনটেকের এই টিকা প্রদান শুরু করলেও রোববার আনুষ্ঠানকি সব ক’টি দেশ একযোগে এই টিকা প্রদান শুরু করে।

ব্যাপকহারে টিকা প্রয়োগ শুরুর এই ব্যাপারটিকে ‘এক হওয়ার মর্মস্পর্শী মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন ইইউ কর্মকর্তারা। খবার বিবিসির

এর আগে শনিবার ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানান ইইউর ২৭ দেশের মধ্যে এরই মধ্যে করোনার টিকা বিতরণ সম্পন্ন হয়েছে। ফাইজার- বায়োএনটেক উদ্ভাবিত এই টিকা প্রথম অনুমোদন দেয় ব্রিটেন। এরপর অনেক দেশ এর অনুমোদন দিতে শুরু করে।

উৎপাদকদের দাবি, পরীক্ষার চূড়ান্ত ধাপে এই টিকা মানুষকে করোনা সংক্রমণ থেকে ৯৫ শতাংশ রক্ষা করতে সক্ষম হয়েছে। টিকার চার কোটি ডোজের অর্ডার দিয়েছে ব্রিটিশ সরকার।

বিবিসি জানায়, ইইউভুক্ত দেশগুলোতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত বলে শনাক্ত হয়েছে প্রায় দেড় কোটি মানুষ।

রোববার ইইউ দেশগুলোর ৪৪৬ মিলিয়ন মানুষকে ফাইজারের এই টিকা দেওয়া শুরু হয়। উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে দুই বিলিয়ন টিকা নেওয়ার চুক্তি করেছে রেখেছে ইইউ।

আন্তর্জাতিক শীর্ষ খবর