স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির মেয়াদ বাড়ল ২ বছর

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির মেয়াদ বাড়ল ২ বছর

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আরও দুই বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ডা. খুরশীদ আলম গত ২৬ জুলাই ডিজি পদে যোগদান করেছিলেন। ৩০ ডিসেম্বর তার সরকারি চাকরির বয়সসীমা শেষ হবে। স্বাস্থ্য অধিদপ্তরে যোগদানের আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চেয়ারম্যান ছিলেন তিনি।

আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অবসর-উত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত শর্তে আগামী ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক থাকবেন।

করোনা মহামারিকালে নানা কেলেঙ্কারিতে সমালোচনার মুখে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ ছাড়তে বাধ্য হওয়ার পর গত জুলাইয়ে এই পদে যোগ দিয়েছিলেন ডা. খুরশীদ আলম।

বাংলাদেশ শীর্ষ খবর