বিশ্বব্যাংকের পদ্মাসেতু ঋণ চুক্তি প্রত্যাহার করার সিদ্ধান্ত একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের ফল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
একই সঙ্গে এসবের পেছনে দায়ী ব্যক্তি হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন তারা। বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটের পালকি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানসহ সংগঠনের অন্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, ঢাকা সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যে বিবৃতি দিয়েছেন তা ১৯৭১’এ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারেরই প্রতিধ্বনী।
এসব বিষয়ে বাংলানিউজের পক্ষ থেকে জানতে চাইলে নেতারা বলেন, “ঢাকায় কিছু ব্যবসায়ী নেতার সঙ্গে বিশ্বব্যাংক কর্মকর্তা হাওয়ার্ড ডিনের বৈঠক, ঢাকা সফরে হিলারি ক্লিনটনের বিবৃতি, সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা ১৭ মার্কিন নারী সিনেটরের চিঠি এবং এর পরবর্তী ঘটনাগুলো একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রেরই ফল।”
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা আরো বলেন, কিছু দেশ বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত। আর এ কারণেই এখন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পও আক্রমণের শিকার। তারা এ খাতটিকে অস্থিতিশীল এবং ধ্বংস করে দিতে চাচ্ছে।
নেতারা বলেন, “দেশের বিরুদ্ধে এ ষড়যন্ত্রের সঙ্গে দেশীয় যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে।” তারা জানান, বিশ্বব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি স্বাক্ষর অভিযান চালানো হবে এবং একই সঙ্গে পদ্মাসেতুর জন্য একটি রেমিটেন্স তহবিল গঠনের জন্য সরকারের কাছে কিছু প্রস্তাব তারা পেশ করবেন বলে জানান।