বিশ্বব্যাংক ও হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, “পদ্মাসেতুর বিষয়ে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত এবং হিউম্যান রাইটস ওয়াচের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ষড়যন্ত্র ও দুরভিসন্ধিমূলক।”
রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলানয়াতনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক রক্তচক্ষু উপেক্ষা করে আমরা যখন যুদ্ধাপরাধের বিচার কাজে এগিয়ে যাচ্ছি, তখন তারা আন্তর্জাতিকভাবে স্নায়ুচাপ সৃষ্টি করে ব্যর্থ হয়েছে। আর এখন তারা আমাদের দেশের মাটিতে এসে কথা বলার এটাকেই প্রকৃত সময় হিসেবে বেছে নিয়েছে।”
তিনি বলেন, “তারা যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে এবং ৠাব বন্ধের কথা বলছে। কিন্তু একটি স্বাধীন দেশে এসে তারা এ বিষয়ে কথা বলার কে। ৠাব যদি আইন না মানে সেটা দেখবে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে তাদের কথা বলা মানে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা।”
সুরঞ্জিত আরও বলেন, “পদ্মাসেতুর বিষয়ে বিশ্বব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা ষড়যন্ত্রের অংশ। বিশ্বব্যাংক দুর্নীতির কথা বলে, কিন্তু তারা কি দুর্নীতির উর্ধ্বে। বিদেশি একটি পত্রিকায় এসেছে তাদের বিরুদ্ধে হাজার হাজার কোটির টাকার দুর্নীতির কথা। পৃথিবীর সবাই জানে তাদের দুর্নীতির কথা। তারা পদ্মাসেতু নিয়ে পারসেপশন করাপশনের কথা বলছে। এ নিয়ে কয়েকজন আমলা ও দায়িত্বশীলকে অপসারণ করা হয়েছে। এরপরও তাদের মন ভরেনি। তাহলে এটা কি দুর্নীতি প্রতিরোধ না অন্য কিছু।”
বিশ্বব্যাংকের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের মানুষ আপনাদের চেনে। বায়বীয় চাপ দিয়ে শেখ হাসিনাকে তার কাজ থেকে সরানো যাবে না। যুদ্ধাপরাধীদের বিচার বা অন্য যেসব মামলা আছে সেগুলোর সুষ্ঠু নিষ্পত্তি হবেই।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি আব্দুল মান্নান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।