যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। যার কারণে ক্ষমতায় আশার পর দেশে দীর্ঘ ও মধ্যমেয়াদী অনেক কাজ হচ্ছে। আর মানুষকে স্বস্তি দিতে পারলে ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে আবারো ক্ষমতায় আসবো।
শুক্রবার রাত ৮টায় আওয়ামী লীগ কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এসএম মোস্তফা রশিদী সুজা, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান, শেখ হায়দার আলী, মল্লিক আবিদ হোসেন কবির, অ্যাডভোকেট সরদার রজব আলী প্রমুখ।