রংপুরের সঙ্গে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার একমাত্র যোগাযোগের পথ তিস্তা সড়ক সেতুর উদ্বোধন করতে আগামী ১৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট আসছেন।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি বলেন, ‘উত্তরাঞ্চলের অবহেলিত লালমনিরহজাট জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া তিস্তা নদীর ওপর রংপুর বিভাগীয় শহরের সঙ্গে সংযোগ সড়ক সেতু নির্মাণ করা দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার প্রায় ৩৮ লাখ মানুষের। এ দুই জেলার মানুষের সেই দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে। এ সেতু উদ্বোধনের জন্য চলতি মাসের ১৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।’
তিস্তা সড়ক সেতু প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার (ডিপিএম) আশরাফ হোসেন বলেন, ‘৭৫০ মিটার দৈর্ঘ্য সেতুর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ সেতুর প্রস্থ্য ১২ দশমিক ১ মিটার। এতে রয়েছে ১৪টি পিলার, ১৫টি স্প্যান ও দুটি অ্যাপাটম্যান্ট ওয়াল। এ সেতুর সর্বশেষ সংশোধিত নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ১২২ কোটি নয় লাখ টাকা। তবে এ সেতুর প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৮৭ কোটি ৬ লাখ টাকা।’
লালমনিরহাট জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার আগামী ১৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিশ্চিত করে বলেন, ‘এ সেতুর উদ্বোধনের মাধ্যমে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সঙ্গে রংপুর বিভাগীয় শহরসহ সারাদেশের সড়ক পথের এক নতুন দিগন্তের উন্মোচন হবে।’