বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ঠাই হবে না : হুইপ ইকবালুর রহিম

বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ঠাই হবে না : হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও পাকিস্তানি প্রেতাত্মারা আবারও জেগে ওঠার স্বপ্ন দেখছে। তাই তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার সাহস দেখায়। স্বাধীনতা বিরোধীদের এর সাহস শিখর থেকে নির্মূল করতে হবে। বঙ্গবন্ধুর সৈনিকদের সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আরেকটি ভাস্কর্য ভাঙচুর করা হলে, দুর্বৃত্তকারীদের ঠিকানা হবে বাংলাদেশের অন্ধকার কূপে। বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ঠাই হবে না। বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোস হবে না উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষের চোখের মনি হয়ে চিরদিন বেঁচে থাকবে। আর শেখ হাসিনা থাকবেন এদেশের জনগণের মুকুট হয়ে। তিনি স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে বলেন, বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, বাঙালি জাতিকে হত্যা করে এদেশকে বাঙালি জিরো করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল এদেশের কাঠামোকে। কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। আজ আবারো স্বাধীনতা বিরোধীরা জানান দেয়ার চেষ্টা করছে, কিন্তু স্বাধীনতা চেতনার মানুষের এক বিন্দু রক্ত থাকতে তা সফল হতে দেবে না। ৫০ বছরের এই বিজয়কে ধারণ করে, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান।

আজ ১৬ ডিসেম্বর বুধবার দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার), দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাগফুরুল হাসান আব্বাসী, সদর উপজেলা ভাইস চেয়াম্যান রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজুসহ মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া হুইপ ইকবালুর রহিম চেহেলগাজী মাজার প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ শীর্ষ খবর