র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, অভ্যন্তরীণ ব্যাপারে কারো হস্তক্ষেপ করার কোনো গ্রহণযোগ্যতা নেই।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় নিজ অফিসকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী। এসময় আইন প্রতিমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর দক্ষিণ এশিয়া বিষয়ক নির্বাহী পরিচালক ব্রাড অ্যাডামসের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল আইনমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।