ভারতের প্রথম প্রেসিডেন্টের ব্যাংক হিসাব এখনো সচল!

ভারতের প্রথম প্রেসিডেন্টের ব্যাংক হিসাব এখনো সচল!

ভারতের প্রথম প্রেসিডেন্ট ড. রাজেন্দ্র প্রসাদের সঞ্চয়ী ব্যাংক হিসাবটি এখনও চালু রয়েছে। তার মৃত্যুর পর প্রায় ৫০ বছর ধরে এ ব্যাংক অ্যাকাউন্টটি সচল। বিহার রাজ্যের রাজধানী পাটনার একটি বেসরকারি ব্যাংকে তিনি তার মৃত্যুর কয়েক মাস আগে হিসাবটি খোলেন।

গত বুধবার ব্যাংকটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রাজেন্দ্র প্রসাদের সঞ্চয়ী হিসাবটি খোলা হয়েছিল পাটনায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিবিশন রোড শাখায়। তিনি হিসাবটি খোলেন ১৯৬২ সালের ২৪ অক্টোবর। আর এর কয়েক মাস পরেই মারা যান।

তবে এ সম্মানিত ব্যক্তি মারা যাওয়ার পরও ব্যাংক কর্তৃপক্ষ হিসাবটি বন্ধ করেনি। এ ব্যাপারে ব্যাংকের প্রধান ব্যবস্থাপক এসএল গুপ্ত বলেন, “এটা আমাদের জন্য বিরাট গৌরবের বিষয় যে, তিনি আমাদের এখানে সঞ্চয়ী হিসাব খুলেছেন।”

রাজেন্দ্র প্রাসাদকে তারা ব্যাংকটির একজন প্রাইম কাস্টমার হিসেবে মর্যাদা দেয়। ব্যাংক কর্তৃপক্ষ সম্প্রতি তার ছবির নিচে সঞ্চয়ী হিসাব নম্বর -০৩৮০০০০১০০০৩০৬৮৭ লিখে তা সাধারণের প্রদর্শের ব্যবস্থা করেছে।

গুপ্ত আরো জানান, এই ব্যাংক হিসাবে এখন প্রায় ১ হাজার ৮শ’ ১৩ রুপি জমা রয়েছে। কিন্তু কেউ এখন পর্যন্ত টাকা তুলতে আসেনি বা দাবিও করেনি। প্রতি ছয় মাস অন্তর এই হিসাবে ব্যাংকের নিয়ম অনুযায়ী সুদ যোগ হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, রাজেন্দ্র প্রসাদ ১৮৮৪ সালের ৩ ডিসেম্বর বিহারের সিবান জেলার জেরাদেইতে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালের ২৮ ফেব্রুয়ারি পাটনায় তার মৃত্যু হয়।

রাজেন্দ্র প্রসাদ ১৯৫২ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক