সুদের হার রেকর্ড পরিমাণ কমিয়েছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক

সুদের হার রেকর্ড পরিমাণ কমিয়েছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক

ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) ইউরোজোনের জন্য ব্যাংক সুদের হার রেকর্ড পরিমান কমিয়ে ১ শতাংশ থেকে ০ দশমিক ৭৫ শতাংশ করেছে। ইউরোজোনের অর্থনীতি যখন ধারাবাহিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে তখনই ইউরোপের সেন্ট্রাল ব্যাংক এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক তাদের ডিপোজিটের হার ০ দশমিক ২৫ শতাংশ থেকে কমিয়ে শূন্যতে নিয়েছে।

বিবিসি’র এক সংবাদে এ তথ্য জানানো হয়।

ইসিবি এ ধরনের সিদ্ধান্ত অন্যান্য সেন্ট্রাল ব্যাংক যেমন- ব্যাংক অব ইংল্যান্ডের আরও ৫০ মিলিয়ন ইউরোর প্রণোদনা ঘোষণা এবং দি ব্যাংক অব চাইনার সুদের হার কমানোর সিদ্ধান্তের সাথে যথেষ্ট সামঞ্জস্য মনে করছেন অর্থনীতিবিদরা।

চলতি সপ্তাহের প্রথম দিকে এক জরিপে দেখা গেছে, জুন মাসে ইউরোজোনের সেবা খাত ক্রমান্বয়ে সংকুচিত হয়ে এসেছে এবং এর ফলে ওই অঞ্চলে মানুষের মাঝে ব্যবসায়িক আস্থা কমেছে।

ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট মারিও দ্রাগি বলেছেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইউরোজোনের অর্থনৈতিক বৃদ্ধি হয়নি কিন্তু বছরের শেষে যেকোনও ভাবে এ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা উচিত।

তিনি বলেন, ইউজোনোর অর্থনীতি সংকটের মুখে পরেছে কিন্তু এ মুদ্রাস্ফিতি ওই অঞ্চলের অর্থনীতির জন্য হুমকি নয়। একইসাথে ইউরোজেনের অর্থনৈতিক বিকাশ এখনও দুর্বল বলে তিনি উল্লেখ করেন।

সেন্ট্রাল ব্যাংকের এ সিদ্ধান্ত ঘোষণায় আয়োজিত সংবাদ সম্মেলনে মারিও দ্রাগিকে বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকরা। ইউরোজোনের বর্তমান অর্থনৈতিক অবস্থা ২০০৮ সালের মতো খারাপ কি-না জানতে চাইলে তিনি বলেন অবশ্যই না, আমরা ২০০৮ সালের মতো এতো খারাপ অবস্থানে নেই।

আন্তর্জাতিক