আর্জেন্টিনার সাবেক সামরিক শাসকের ৫০ বছর কারাদণ্ড

আর্জেন্টিনার সাবেক সামরিক শাসকের ৫০ বছর কারাদণ্ড

আর্জেন্টিনার সাবেক সামরিক শাসক হোর্হে রাফায়েল ভিদেলাকে তার শাসনামলে শিশু চুরি করার দায়ে ৫০ বছরের কারাদণ্ড দিয়েছেন সে দেশটির আদালত। খবর আল জাজিরা, বিবিসি ওয়ার্ল্ড এবং সিএনএনের।

বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমগুলো জানায়, হোর্হে তার শাসনামলে আটক হওয়া লোকজনের কাছ থেকে ক্রমান্বয়ে ওইসব শিশুদের চুরি করেন।

রায়ে বলা হয়, ৮৬ বছর বয়সি হোর্হে ভিদেলা ১৯৭৬ থেকে ১৯৮৩ সালের মধ্যে সেদেশের বামপন্থী রাজনৈতিক কর্মীদের কাছ থেকে শতাধিক শিশু চুরি করে আটকে রাখে এবং তাদের হত্যা করে।

অন্যদিকে বিবিসির সংবাদে বলা হয়, শিশু চুরির দায়ে হোর্হে ভিদেলাকে ৫০ বছর এবং রেনালদো বিগনোনেকে ১৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া ১৯৭৬ থেকে ১৯৮৩ সালে সামরিক শাসনের আওতায় বিভিন্ন অপরাধ করায় ইতিমধ্যে তারা দীর্ঘদিন যাবত কারাদণ্ড ভোগ করছেন।

জানা যায়, সেনাবাহিনী ও পুলিশ অফিসারদের মোট ১১ জনকে এ অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হয়। যার মধ্যে হোর্হে ও বিগনোনেসহ নয়জন ৩৪ জন শিশু চুরির অপরাধে দোষী প্রমাণিত হয়েছে। অন্য দুইজন নির্দোষ প্রমাণিত হয়েছে।

আন্তর্জাতিক