২৮০০ কোটি ডলার রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ

২৮০০ কোটি ডলার রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ

চলতি ২০১২-১৩ অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮০০ কোটি (২৮ বিলিয়ন) ডলার। এটা সদ্য সমাপ্ত অর্থবছরের (২০১১-১২) প্রকৃত রফতানি আয়ের তুলনায় ১৪ দশমিক ৫ শতাংশ বেশি।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘২০১২-১৩ অর্থবছরের জাতীয় রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ’ সংক্রান্ত এক সভায় রফতানির এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ‘রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে’ বলে আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, ‘গত কয়েক বছরের রফতানি পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি দেশের বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে রফতানির এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘রফতানির এ লক্ষ্যমাত্রা বাজেটে ঘোষিত প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।’

সভায় বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন, রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) চেয়ারম্যান সুভাশীষ বসু, এফবিসিসিআই প্রতিনিধি এবং মন্ত্রণালয় ও ইপিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ইপিবির পক্ষ থেকে বলা হয়, বিশ্ব বাণিজ্যে বিরাজমান অর্থনৈতিক মন্দা, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় ও রফতানি বাজারের তীব্র প্রতিযোগিতামূলক পরিস্থিতিসহ সার্বিক বিষয় বিবেচনা করে রফতানির এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরে রফতানি আয় হয়েছে ২ হাজার ৪৪১ কোটি ৮৩ লাখ ডলার। এটা এর আগের অর্থবছরের (২০১০-১১) তুলনায় এটা ছিল সাড়ে ৬ শতাংশ বেশি।

অর্থ বাণিজ্য