ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ হাজার ৭শ ৮১ দশমিক ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ২০১২-১৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ডিসিসি দক্ষিণের প্রশাসক মো. জিল্লার রহমান।
এসময় উপস্থিত ছিলেন ডিসিসি দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানুল ইসলাম চৌধুরী।
বাজেটে আয় ঘোষণা করা হয়েছে- রাজস্ব খাতে ৪৫৯ দশমিক ১৮ কোটি টাকা। অন্যান্য খাত থেকে ৫৬ দশমিক ৫০ কোটি টাকা, সরকারি অনুদান (থোক) ৩৭ কোটি টাকা, সরকারি বিশেষ অনুদান ২৫ কোটি টাকা, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প/সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিক প্রকল্প ১১শ ৮৯ কোটি টাকা।
বাজেটে ব্যয়ের খাত দেখানো হয়েছে- রাজস্ব খাতে ২৪২ দশমিক ৭০ কোটি টাকা, অন্যান্য খাতে ৭ দশমিক ৪৫ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১ হাজার ৫১৬ দশমিক ৫৩ কোটি টাকা।
এবার হোল্ডিং ট্যাক্স শতকরা ১০ ভাগ বৃদ্ধি করা হয়েছে। মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, ঢাকা শহরে প্রতিনিয়ত জনসংখ্যার চাপ বাড়ছে। এখন বিদেশি নাগরিকরাও ঢাকায় বসাবস করে। এখন নগরায়নের তুলনা হয় বিশ্বায়নের সঙ্গে।
তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন ১৪৮ বছরের পুরনো প্রতিষ্ঠান, যা নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছে।পরে এটিকে দু’ভাগ করা হয়। এবারের বাজেটে আমরা রাজস্ব ব্যবস্থা আধুনিকীকরণ, কমিউনিটি সেন্টারের আধুনিক ব্যবস্থাপনা, ই-টেন্ডারিং ব্যবস্থা, ডিজিটাইলড মানবসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে কর্মসূচির আওতা আরও বাড়ানো হবে।