শীর্ষ টেস্ট ব্যাটসম্যান সাঙ্গাকারা, অলরাউন্ডার সাকিব

শীর্ষ টেস্ট ব্যাটসম্যান সাঙ্গাকারা, অলরাউন্ডার সাকিব

আইসিসি টেস্ট প্লেয়ার্স র‌্যাঙ্কিংয়ে এখনও শীর্ষ অলরাউন্ডারের জায়গা ধরে রেখেছেন সাকিব আল হাসান। সর্বশেষ রেটিংয়ে বাঁহাতি এই অলরাউন্ডারের পয়েন্ট ৪০৪। তারচেয়ে ১৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।

এদিকে টেস্ট ক্রিকেটে শীর্ষ ব্যাটসম্যানের জায়গাটির দখল নিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের পারফরমেন্স দিয়ে ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপলকে পেছনে ফেলে র‌্যাঙ্কিয়ের শীর্ষে উঠেছেন তিনি। সাঙ্গাকারার পয়েন্ট ৮৯২ আর চন্দরপলের পয়েন্ট ৮৮৬। এবিডি ভিলিয়ার্স ৮২১ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং জ্যাক ক্যালিস ৮১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ।

টেস্ট বোলার হিসেবে র‌্যাঙ্কিয়ের শীর্ষে আছেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটারের পয়েন্ট ৮৮৬। ৮১৩ পয়েণ্ট নিয়ে পরের স্থানে পাকিস্তানের সাঈদ আজমল। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন তৃতীয়, শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ চতুর্থ এবং দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডার পঞ্চম।

খেলাধূলা