পদ্মাসেতুর মতো একটা জাতীয় ইস্যুতে রাজনৈতিক ফায়দা না লুটে আওয়ামী লীগের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নসিম।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) পদ্মাসেতু নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধু একাডেমী এ প্রতিবাদের আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো পদ্মাসেতু নিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। এটা ঠিক না। এই সেতু নির্মাণ হলে শুধু আওয়ামী লীগ নয়, দলমত নির্বিশেষে দক্ষিণাঞ্চলের সব মানুষের উপকার হবে। বিএনপি যদি দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে তবে পদ্মাসেতু বিষয়ে আওয়ামী লীগের পাশে এসে দাঁড়ানো উচিত।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা অন্য ইস্যুতে আমাদের সমালোচনা করুন। প্রয়োজনে আন্দোলন করুন। পদ্মাসেতুর মতো একটা জাতীয় বিষয়ে বিরোধিতা না করে একত্রিত হয়ে দাতাদের কাছ থেকে অর্থায়নের চেষ্টা করুন। আমরা জাতীয় ইস্যুতে দ্বিধা-বিভক্ত নই, এটা বিশ্বব্যাংককে দেখাতে হবে।’
‘বিশ্বব্যাংকের মূল্যায়ন ঠিক না। যে কাজ শুরুই হয়নি সেখানে দুর্নীতি হয়নি।’
প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু একাডেমীর সহ-সভাপতি ফাতেমা জামান সাথী সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবীর প্রমুখ।