যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এক বছরের মধ্যে পদ্মাসেতুর কাজ শুরু হবে। এটির বাস্তবায়নের কাজ চলছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।’
শনিবার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। যোগাযোগমন্ত্রী হিসাবে এটাই তার এই প্রকল্প এলাকায় প্রথম সফর।
তিনি বলেন, ‘শিগগিরই এ প্রকল্পের কুয়াশা কেটে যাবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার এ প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দায়িত্ব নেওয়া পর থেকেই অতি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্টদর নিয়ে কাজ করে যাচ্ছি। পদ্মা সেতু হবেই।’
কাদের বলেন, ‘পদ্মাসেতু যে মুখে মুখে নয়, বাস্তবেই রয়েছে তার নিদর্শন প্রকল্প এলাকাতেই রয়েছে।’
এসময় হুইপ সাগুফতা ইয়াসমিন, সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।