গত ৮ জুন ধানমন্ডিতে মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নর্দার্ন ইউনিভার্সিটির মেধাবী ছাত্রী সুইজানা আক্তার। এতে তার দুই পা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়।
এ অবস্থায় সুইজানা এখন ঢাকা অর্থোপেডিক হাসপাতাল, শ্যামলী আদাবরে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার।
এ অবস্থায় সুইজানার পরিবার সমাজের বিত্তবান মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আকুল আবেদন জানিয়েছে। এ আবেদনে সারা দিয়ে ৪ জুলাই বসুধা বিল্ডার্সের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক আবদুল জাব্বার খান সুইজানার মায়ের হাতে ১ লাখ টাকা অনুদানের একটি চেকটি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বসুধা বিল্ডার্স লিঃ এর নির্বাহী পরিচালক ওয়াসিউল আলম সুজন, নর্দার্ন ইউনিভার্সিটির ডিন প্রফেসর সায়েদ আলমগীর জাফর, বিবিএ কো-অর্ডিনেটর লুৎফর রহমান ও জয়েন্ট রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক।
সাহায্য পাঠানোর ঠিকানা: ব্যাংক অব এশিয়া, একাউন্ট নাম-ফরিদা বেগম, একাউন্ট নং-০২১৩৪০০৬৪১৫। বাড়ির ঠিকানা সুইজানা আক্তার, পিতা-রেজা মো. খালিদ, মাতা-ফরিদা বেগম, বাড়ি-বি-১৬, ব্লক-ই, জাকির হোসেন রোড, মোহাম্মদপুর। সংবাদ বিজ্ঞপ্তি।