জনতা ব্যাংকের ৮৮২তম শাখা উদ্বোধন

জনতা ব্যাংকের ৮৮২তম শাখা উদ্বোধন

জনতা ব্যাংকের ৮৮২তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে সম্প্রতি এর উদ্বোধন করা হয়। নতুন শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক ও ব্যাংকের পরিচালক আলহাজ্ব এ কে এম শাহজাহান কামাল, ব্যাংকের পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার এবং দবির উদ্দন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জনতা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. অবদুস সালামের সভাপতিত্বে ব্যাংকের উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

অর্থ বাণিজ্য