ইয়াসির আরাফাতের দেহাবশেষ কবর থেকে উত্তোলনে বাধা নেই বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র।
ইয়াসির আরাফাতের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলন করার জন্য স্ত্রী সুহা আরাফাতের আহবানের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের অবস্থান ব্যক্ত করে এ মন্তব্য করেন ওই মুখপাত্র।
আরাফাতের পরিধেয়তে উচ্চ মাত্রার প্রাণঘাতী তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির কথা ঘোষণা করে সুইস বিশেষজ্ঞরা। প্রায় নয়মাস আগে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদসংস্থা আল জাজিরার উদ্যোগে সুইজার ল্যান্ডের একটি গবেষণাগারে আরাফাতের ব্যবহৃত এবং পরিধেয় কিছু জিনিস পরীক্ষার জন্য পাঠানো হয়।
বিশেষজ্ঞরা বুধবার জানান তারা সেগুলোতে উচ্চ মাত্রার তেজস্ক্রিয় পোলোনিয়ামের অস্তিত্ব থাকার প্রমাণ পেয়েছেন। তবে আরাফাতের দেহাবশেষের হাড়ের নমুনা পরীক্ষা করা হলে এ ব্যাপারে আরও বিস্তৃত তথ্য পাওয়া সম্ভব হবে বলে মত দেন তারা।
বিশেষজ্ঞদের তথ্য উপস্থাপনের পরপরই ফিলিস্তিনের প্রয়াত নেতার স্ত্রী সুহা আরাফাত কবর থেকে তার মৃতদেহ উত্তোলন করে পুনরায় পরীক্ষা করার আহবান জানান ফিলিস্তিনি কর্তৃৃপক্ষের প্রতি।
এ প্রসঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদায়নাহ বলেন, কবর থেকে আরাফাতের দেহাবশেষ উত্তোলন করতে না চাওয়ার কোনো কারণ নেই। এ ব্যাপারে তদন্তের জন্য আরব ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
আবু রুদায়নাহ বলেন, তার দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে তদন্তে কোনো ধর্মীয় বা রাজনৈতিক বাধা নেই।
এদিকে প্রধান ফিলিস্তিনি শান্তি আলোচক সায়েব এরাকাত জানান তারা আরাফাতের মৃত্যু রহস্য তদন্তের জন্যে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের আহবান জানাবেন। তিনি এ ব্যাপারে ২০০৫ সালে হত্যাকা-ের শিকার হওয়া লেবাননি প্রধানমন্ত্রী রফিক হারিরির মৃত্যুর পর গঠিত আন্তর্জাতিক তদন্ত কমিটির কথা উল্লেখ করেন।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে এরাকাত বলেন, ‘এটি অবশ্যই হওয়া উচিৎ। আমরা প্রথমে এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আবেদন জানাবো। আশা করি প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করবে। কারণ আমরা সত্য অনুসন্ধান করতে যাচ্ছি।’