জর্জ এনটুইসল বিবিসির নতুন মহাপরিচালক

জর্জ এনটুইসল বিবিসির নতুন মহাপরিচালক

জর্জ এনটুইসলকে বিবিসির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বিবিসি ভিশনের পরিচালক হিসেব কাজ করছেন। আগামী ১৭ সেপ্টেমবার বর্তমান মহাপরিচালক মার্ক থম্পসন অবসরে যাওয়ার পর দায়িত্ব বুঝে নেবেন তিনি।

বিবিসি ট্রাস্টের চেয়ারম্যান লর্ড প্যাটেন এ নিয়োগের কথা ঘোষণার সময় বলেন, একটি সৃজনশীল সংগঠনের জন্য জর্জ একজন সৃজনশীল নেতা। নতুন পদে এনটুইসল বছরে চার লাখ ৫০ হাজার পাউন্ড বেতন পাবেন বলে জানিয়েছে বিবিসি ট্রাস্ট।

তবে বর্তমান মহাপরিচালক থম্পসনের প্রাপ্ত বার্ষিক ৬ লাখ ৭১ হাজার পাউন্ডের তুলনায় এ পরিমান অনেক কম।

এনটুইসলকে অভিনন্দন জানিয়েছেন থম্পসন। তিনি এ নিয়োগকে বুদ্ধিমান নিয়োগ হিসেবে অভিহিত করেন। এদিকে বতর্মান মহাপরিচালক লন্ডন প্যারাঅলিম্পিক শেষ হওয়ার পরপরই অব্যাহতি নেবেন। তিনি আট বছর এ পদে দায়িত্ব পালন করেন।

১৯৭০ সালের পর বিবিসির সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা মহাপরিচালক তিনি।

আন্তর্জাতিক