পৃথিবীর সব দেশেই যারা যথেষ্ট পরিমান উপার্জন করেন, তাদের প্রত্যেককেই ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হয়। বলিউডের তারাকারাও এর ব্যতিক্রম নয়, তারা নিয়মিতভাবেই তাদের আয়ের একটি নির্দিষ্ট অংশ সরকারকে ট্যাক্স হিসেবে দিয়ে আসছেন। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার নতুন আয়কর নীতি বাস্তবায়ন করেছে। একে বলা হচ্ছে সার্ভিস ট্যাক্স।
ভারতে সার্ভিস ট্যাক্সের আওতায় ছোট-বড় সব অভিনেতা-অভিনেত্রীকেই নিয়ে আসা হয়েছে। ফিল্ম আর টিভি সব পারফর্মারকেই এখন থেকে নিয়মিত আয়কর দিতে হবে।
ভারতে সম্প্রতি বাস্তবায়ন সার্ভিস ট্যাক্স অনুযায়ী কোন তারকার আয় ১০ লাখ টাকার বেশি হলে তাকে মোট আয়ের ১২.৫০% হারে কর প্রদান করতে হবে। এই হিসেবে সালমান খান বছরে ২৫ কোটি রুপি যদি উপার্জন করেন, তাহলে তাকে ৩.০৯ কোটি রুপি সার্ভিস ট্যাক্স দিতে হবে। একইভাবে শাহরুখ খান যদি ২০ কাটি রুপি উপার্জন করেন, তাহলে তাকে ২.৪৭ কোটি রুপি সার্ভিস ট্যাক্স দিতে হবে। তারা দুজনই ‘এ’ গ্রেডের সুপার স্টার।
সার্ভিস ট্যাক্সের হার তুলনামূলক বেশি হওয়ায় বলিউডে অনেকের মাঝেই তৈরি হয়েছে অসন্তোষ। কেউ কেউ আবার কোনো কিছু না জেনেই আতংকিত হয়ে পড়েছেন।
সার্ভিস ট্যাক্স আরোপ করায় নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান টুইট বার্তায় লিখেছেন, আমি এখন একটি ছবিতে অভিনয় করছি এবং এ জন্য সরকারকে আমার বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত আয়ের ১২.৫০% সার্ভিস ট্যাক্স নিবে। এটা মোটেও ঠিক নয়। সরকার আর কত নিবে আমাদের কাছ থেকে?
বলিউডের জুনিয়র অভিনেত্রী সোনম কাপুর তার টুইট বার্তায় লিখেছেন, ‘আরো ট্যাক্স! এই সরকার দুর্নীতিগ্রস্থ ও কার্যহীন। আমরা আমাদের টাকা দিয়ে শুধু রাজনীতিবিদদের পকেট ভরছি। এই টাকা দিয়ে যদি দেশের কোন উন্নয়ন হতো, তাহলে আমি খুশি মনে টাকা দিয়ে দিতাম।’
বলিউড অভিনেতা-অভিনেত্রীদের উপর এই সার্ভিস ট্যাক্স বিধিটি গত ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।