আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে আটটায় প্র্যাকটিস শুরু।
পাঁচ দিনের অনুশীলন শেষে ১১ জুলাই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ দল। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে ১৮, ২০ ও ২১ জুলাই। এরপর নেদারল্যান্ডস ও স্কাটল্যান্ডে ২৪ ও ২৫ জুলাই দুটি টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবে জাতীয় দল।
জাতীয় দলের প্রধান কোচ রিচার্ড পাইবাস বুধবার ঢাকায় এসে পৌঁছেছেন। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ শেষ করে দক্ষিণ আফ্রিকায় পরিবারের কাছে চলে গিয়েছিলেন পাইবাস।