সরকারি আরও ১১ বিভাগ শিগগিরই পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর

সরকারি আরও ১১ বিভাগ শিগগিরই পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর

সরকারি আরও ১১টি বিভাগ ও বিষয় পার্বত্য জেলা পরিষদগুলোর অধীনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী ২৯ আগস্টের মধ্যেই এসব বিষয় ও বিভাগ জেলা পরিষদগুলোর কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা সাংবাদিকদের এসব তথ্য জানান।

সচিব বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চুক্তি অনুযায়ী, মোট ৩৩টি বিষয় ও বিভাগ পার্বত্য জেলা পরিষদগুলোর কাছে ন্যস্ত করার কথা। চুক্তি সম্পাদনের আগে ও পরে জেলা পরিষদের কাছে সরকার বিভিন্ন পর্যায়ে ২১টি বিষয় ও বিভাগ হস্তান্তর করে।’

তিনি জানান, সোমবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বাকি ১১টি বিভাগ ২৯ আগস্টের মধ্যে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ সম্মেলন পরবর্তী এক ই-মেইল বার্তায় এ তথ্য জানা যায়।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, এমপি সভাপতিত্ব করেন।

সভায় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহম্মদ হুমায়ুন কবীর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জল বিকাশ দত্ত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-সচিব মো. আবদুল জলিল ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৯ আগস্টের মধ্যেই এই ১১টি বিভাগ জেলাপরিষদের কাছে হস্তান্তরের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সমন্বয়কের দায়িত্ব পালন করবে।

এ লক্ষে হস্তান্তরযোগ্য বিভাগ ও দপ্তর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের সঙ্গে পার্বত্য জেলা পরিষদের পৃথক পৃথক হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হবে।

এরপর সরকারি বিভাগ ও দপ্তরসমূহ জেলা পরিষদের অধীনে পরিচালিত হবে।

পার্বত্য ভূমি কমিশন প্রসঙ্গে নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, ‘ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন সংশোধনের প্রক্রিয়া চলছে।’

তিনি বলেন, ‘প্রতিটি পার্বত্য জেলা পরিষদ নির্বাচিত ৩৩ জন করে প্রতিনিধি নিয়ে কাজ করার বিধান থাকলেও গত ২০ বছর অনির্বাচিত পরিষদ দিয়ে পরিষদগুলো চলছে। পূর্ণাঙ্গ ও নির্বাচিত জেলা পরিষদ না থাকায় অনেক কাজ সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘এ অবস্থায় জেলা পরিষদের দক্ষতা ও সক্ষমতারও ঘাটতি হচ্ছে। বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।’

বাংলাদেশ