মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-২০’র ভার্চুয়াল সম্মেলনে যোগ দিচ্ছেন। একজন মার্কিন কর্মকর্তা এ খবর জানান।
সৌদি আরবের আয়োজনে শনিবার গ্রুপ-২০ এর সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এ প্রথম কোনো আরব দেশ জি-২০ সম্মেলনের আয়োজন করছে।
এদিকে যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বরের নির্বাচনের পর ট্রাম্প এখনো তার হার স্বীকার করেননি। নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে তিনি জো বাইডেনের জয় মেনে নিচ্ছেন না। এ প্রেক্ষাপটেই ট্রাম্প সম্মেলনে যোগ দিচ্ছেন।
করোনা মহামারির কারণে ভার্চুয়ালি সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে করোনা মহামারির প্রভাবসহ বিশ^ অর্থনীতি পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনও ক্রমবর্ধমান অসমতা নিয়ে আলোচনা হবে।