গাড়ি পোড়ানো মামলার কোনো ভিত্তি নেই: গয়েশ্বর

গাড়ি পোড়ানো মামলার কোনো ভিত্তি নেই: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সরকারের গাড়ি পোড়ানো মামলার কোনো ভিত্তি নেই। সরকার আমাদের হয়রানি করার জন্য এ মামলা দিয়েছে এবং ঘন ঘন হাজিরার তারিখ দিচ্ছে।’’

মঙ্গলবার আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপিসহ ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মো. এরফান উল্লাহ আগামী ২৪ জুলাই শুনানির দিন ধার্য করেন।

মামলায় বিএনপিপক্ষের আইনজীবী অ্যাড. সানাউল্লাহ মিয়া বলেছেন, ‘‘বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ তিন আসামি চিকিৎসার জন্য বাইরে থাকায় আমরা সময়ের আবেদন করি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার চার্জ গঠনের তারিখ আগামী ২৪ জুলাই ধার্য করা হয়েছে।’’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘‘তারা যদি আগামী তারিখের মধ্যে সুস্থ না হন, তাহলে আবারো আমার সময় চেয়ে আবেদন করবো। আমরা কোর্টকে এ বিষয়ে অবগত করেছি।’’

একই মামলায় হাজিরা দিতে দিয়ে মির্জা ফখরুল আদালত থেকে বেরিয়ে এলে সাংবাদিকরা তার সামনে গেলে তিনি কোনো কথা না বলে মিডিয়া কর্মীদের ধাক্কা দিয়ে চলে যান।

এদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেছেন, ‘‘এ মামলা সঠিক তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দায়ের করা হয়েছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না।

আসামিদের ফোনের কললিস্টই এ মামলা প্রমাণ করবে। তারা ওই ঘটনা ঘটিয়েছেন। মামলার শুনানির সময় সাক্ষীরা তা উপস্থাপন করবেন।’’

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হন। এর প্রতিবাদে হরতালসহ নানা কর্মসূচি পালন করে বিএনপিসহ ১৮ দলীয় জোট। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনা ঘটলে বিএনপিসহ ১৮ দলীয় ৪৬ জন জোট নেতার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

 

রাজনীতি