আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, “বিশ্বব্যাংকের কুটচালে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ হয়েছে। আর এ অর্থায়ন বন্ধ হওয়া নিয়ে যখন দেশবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তখন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া উৎফুল্ল। এ রকম পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য প্রয়োজন ছিল। কিন্তু তারা রাস্তায় নেমে হাসাহাসি করছেন।
সোমবার বিকেল সাড়ে ৫টায় যুব মহিলা লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার পদ্মা সেতুর বিষয়ে খালেদার জিয়ার কুটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার যতো স্বপ্ন্ই দেখেন না কেনো, তাতে কোনো লাভ হবে না। দেশের তরুণ প্রজন্ম এখন অনেক সচেতন । যারা এ ধরনের ষড়যন্ত্র করবে তাদের দেশের মাটিতে ঠাঁই হবে না।’
মন্ত্রী আরও বলেন, ‘‘একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার কাজ ও যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম যতো এগিয়ে আসছে তাদের ষড়যন্ত্র ততোই বেড়ে চলেছে।’
গুলিস্থান বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ বক্তব্য দেন।