তুর্কি বিমান ভূপাতিত করার ঘটনায় বাশার আল আসাদের দু:খ প্রকাশ

তুর্কি বিমান ভূপাতিত করার ঘটনায় বাশার আল আসাদের দু:খ প্রকাশ

তুর্কি এফ-৪ জঙ্গি বিমানকে ভূপাতিত করার ঘটনায় দু:খ প্রকাশ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সম্প্রতি তুরস্কের দৈনিক কামহুরিয়াতকে দেওয়া সাক্ষাতকারে বাশার আল আসাদ দাবি করেন, অনুপ্রবেশকারী বিমানটি এর আগে ইসরায়েলি বিমান বাহিনীতে ব্যবহৃত হতো।

গত মাসের শেষ দিকে নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে বিমানটিকে গুলি করে ভূপাতিত করে সিরিয়া। বিমানটি ভূমধ্যসাগরে তলিয়ে যায় এবং এর দুই পাইলট এখনও নিখোঁজ।

এ ঘটনার পর থেকেই প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। বিমান ভূপাতিত করার প্রতিক্রিয়ায় তুর্কি প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোগান সিরিয়ার কঠোর নিন্দা জানান এবং প্রতিবেশী দেশটিকে তুরস্কের নিরাপত্তা ও সংহতির জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেন।

এ ঘটনার পর থেকেই তুরস্ক সিরীয় সীমান্ত বরাবর বিমান বিধ্বংসী কামান ও রকেট লঞ্চারসহ ভারী সমরাস্ত্র মোতায়েনের পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।

রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে বাশার আল আসাদ এ সাক্ষাৎকার দেন বলে তুর্কি দৈনিক কামহুরিয়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। সাক্ষাতকারে দেওয়া বক্তব্যে বাশার উভয় দেশের মধ্যে চলমান সঙ্কটকে হালকা করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘ সীমান্তে তুরস্কের সামরিক পদক্ষেপ সত্ত্বেও তার সরকার সীমান্তে সেনা মোতায়েন করার কোনো পদক্ষেপ নেয়নি।’

বিমান ভূপাতিত করার ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি পাইলটের ভুলেই এ ঘটনা ঘটে।‘ পাশাপাশি তিনি বলেন,‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যা বড় করে দেখা উচিৎ হবে না। আমরা দু’দেশের মধ্যে যুদ্ধ শুরু হোক তা চাই না।’

তুর্কি পত্রিকাটি জানায়, আড়াই ঘণ্টা স্থায়ী এ সাক্ষাতকারে বাশার আসাদ ব্যাখ্যা করেন বিমানটি ভূপাতিত হওয়ার আগে পর্যন্ত তারা এর পরিচয় সম্পর্কে নিশ্চিত ছিলেন না। বিমানটিকে গুলি করা সিরীয় সেনাদের রাডারের সাহায্য পাওয়ার কোনো উপায় ছিলো না বলেও উল্লেখ করেন তিনি।

বাশার আল আসাদ বলেন, ২০০৭ সালে একই রুট ব্যবহার করে ইসরায়েলি জঙ্গি বিমান সিরীয় ভূখণ্ডে হামলা চালিয়েছিলো। একই ধরণের বিমান ইসরায়েলিরাও ব্যবহার করে , তাই এ অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।

এদিকে বাশারের সাক্ষাতকারে দেওয়া বক্তব্যের ব্যাপারে তুর্কি সরকারের তরফে এখনও কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

আন্তর্জাতিক