স্থানীয় বাসিন্দাদের সহিংস বিক্ষোভের মুখে চীনের সিচুয়ান প্রদেশে একটি বিতর্কিত কপার অ্যালয় প্লান্ট নির্মাণের সিদ্ধান্ত অবশেষে স্থগিত করেছে চীনা কর্তৃপক্ষ।
প্রদেশের শিফাঙ নগরীর সরকারি স্থাপনার সামনে প্রায় কয়েক হাজার স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিস কর্মকর্তা। প্লান্টটি নির্মিত হলে আশেপাশের পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করে বিক্ষোভকারীরা। রোববার শুরু হওয়া এ বিক্ষোভ সোমবারও অব্যাহত থাকে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বিক্ষোভের এক পর্যায়ে ক্ষুব্ধ বিক্ষোভকারী ও পুলিসের মধ্যে ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় প্রতিবাদকারীরা পুলিসের ওপর বোতল নিক্ষেপ করে। জবাবে পুলিসও বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ সময় পুলিস ও বিক্ষোভকারী উভয়পক্ষেই বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কমপক্ষে ১৩ প্রতিবাদকারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় বলে নিশ্চিত করেছেন শিফাঙ নগরীর কর্তৃপক্ষ।
অব্যাহত প্রতিবাদের মুখে শেষপর্যন্ত কর্তৃপক্ষ স্থানীয় অধিবাসীদের সঙ্গে এই প্রকল্পের ব্যাপারে আলোচনা করার কথা ঘোষণা করেছে। পাশাপাশি অধিকাংশ বাসিন্দার সমর্থন না পাওয়া পর্যন্ত এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হবে না বলেও জানানো হয় সরকারের পক্ষে।
চীনে ভারি শিল্পায়নের কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ বিক্ষোভ নতুন কোনো বিষয় নয়। সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্যের ওপর শিল্পায়নজনিত ক্ষতিকর প্রভাবের ব্যাপারে চীনা জনগণ অনেক বেশি উচ্চকিত। দেশটির জনগণ শিল্পায়নজনিত পানি ও বায়ু দুষণের বিরুদ্ধে ইদানীং বেশ কয়েকবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়।
গত কয়েক দশকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেও বিনিময়ে ব্যাপক পরিবেশগত ক্ষতি স্বীকার করতে হয়েছে তাদের।