ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে উঠে গুলি চালিয়ে ৩৪ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। রবিবার দেশটির মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাতে দেশটির দেবাট প্রশাসনিক অঞ্চল তবনিশানজুল-গুমুজে এ হামলার ঘটনা ঘটে।
এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনার সঙ্গে ইথিওপিয়া ও টিপিএলএফ বাহিনীর লড়াইয়ের কোনো যোগসূত্র আছে কি-না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন আরও বলছে, তবনিশানজুল-গুমুজে বাসে হামলার ঘটনা ছাড়াও অন্য তিন এলাকায় এ ধরনের হামলার খবর পাওয়া গেছে। এছাড়া দেশটিতে চলমান সংঘাতের মুখে নিরাপদে আশ্রয় নেয়া লোকদের ওপরও হামলা চালানো হয়েছে।
ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে সরকারি ও তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে। এছাড়া ২০ হাজারেরও বেশি মানুষ দেশ ছেড়ে সুদান সীমান্ত দিয়ে পালিয়ে গেছে।