ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান জানান, আগামী ডিসেম্বরের মধ্যে সমন্বিত বাণিজ্য নীতিমালা চূড়ান্ত করা হবে।
রাজধানীর হোটেল লেকশোরে সিপিডি আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান। সিপিডি ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। বিশিষ্ট শিল্পপতি মঞ্জুর এলাহীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।
ড. মুজিবুর রহমান বলেন, ‘সমন্বিত নীতিমালায় যে কেউ মতামত দিতে পারবেন। সবাই যাতে মতামত দিতে পারেন সেজন্য ১৪ জুলাই এক সেমিনারের আয়োজন করা হয়েছে। নীতিমালার প্রণয়নের জন্য গঠিত কমিটি এ আয়োজন করবে।’
তিনি বলেন, সমন্বিত বাণিজ্য নীতিমালাকে দারিদ্র দূরীকরণ ও কর্মসংস্থানের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হবে। বিশ্বে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ট্যারিফ নীতিমালা তৈরি করে রাজস্ব বোর্ড।’
সেমিনারে সেন্টার পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সমন্বিত বাণিজ্য নীতিমালা হতে হবে কাঠামোগত পরিবর্তনের হাতিয়ার।’
দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, ‘বাণিজ্য বাড়লে স্বয়ংক্রিয়ভাবে প্রবৃদ্ধি বাড়বে এমন কার্যকারণ সূত্র নেই। দেশের প্রবৃদ্ধি ৭ থেকে ১০ অর্জন করতে হলে শিল্পখাতের উন্নয়ন তরান্বিত করতে হবে।’
তিনি বলেন, ‘বাণিজ্য নীতি হোক কিংবা অন্য কোনো নীতি হোক তাকে আইনি বাধ্যবাধকতায় নিতে হবে এমনটি করা কঠিন। কারণ আইন বাস্তবায়ন না করা গেলে সেই আইনের যৌক্তিকতা থাকবে না।’
সেমিনারে ‘বাংলাদেশ ট্রেড পলিসি ফ্রেমওয়ার্ক ফর দ্য নেক্সট ডিকেড’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বলেন, ‘বাণিজ্য উদারীকরণ দারিদ্র বিমোচনে কতটুকু কাজ করেছে তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে তৈরি পোশাক খাতে বাণিজ্য উদারীকরণের কিছুটা ফল পাওয়া গেছে। ট্যারিফ নির্ধারণের কাজ করবে ট্যারিফ কমিশন। কিন্তু আমাদের এখানে এই কাজটি করছে জাতীয় রাজস্ব বোর্ড। আর রাজস্ব আহরণই প্রধান নীতি হতে পারে না।’