৪ জুলাই আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি আবদুল কালাম

৪ জুলাই আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি আবদুল কালাম

ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম ৪ জুলাই ঢাকা আসছেন।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতেই তার এবারের ঢাকা আগমন।

বুধবার বেলা সোয়া ৩টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন সিরডাপের সাধারণ সম্পাদক দুর্গাপ্রসাদ পাড়ুয়াল।

একই দিন বিকেল ৫টায় ভারতের সাবেক এ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন।

রাজধানীর চামেলী হাউসে ৫ জুলাই সিরডাপের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ আয়োজনে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং সিরডাপের চেয়ারম্যান সৈয়দ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম ৫ জুলাই সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশ