১৫ হজ এজেন্সির কোনো হজযাত্রীকে সৌদি আরবে এন্ট্রি ভিসা সরকার। সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১০ ও ২০১১ হজ মৌসুমে ১৫টি হজ এজেন্সির মাধ্যমে গমনকারী হজযাত্রীদের অনেকেই পবিত্র হজব্রত পালন শেষে দেশে ফিরে আসেননি। এ কারণে ১৫টি হজ এজেন্সির মালিক ও বৈধ প্রতিনিধিদের চলতি বছরের হজ মৌসুমে হজযাত্রীদের এন্ট্রি ভিসা দেওয়া হবে না।
ওইসব এজেন্সির হজযাত্রীদের জন্য সৌদি বাড়িভাড়া, পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সম্পাদন ও সৌদি আরবে গমনের জন্য এবং বেসরকারি ব্যবস্থাপনায় উক্ত হজ এজেন্সিগুলোর মাধ্যমে হজব্রত পালনের জন্য কোনো হজযাত্রীকে সৌদি আরবে এন্ট্রি ভিসা প্রদান করা হবে না।
যাদের এন্ট্রি ভিসা দেওয়া হবে না:
আমানত ট্রাভেলস গনি মঞ্জিল, ৩৭, রাজাপুকুর লেন, আন্দরকিল্লা, চট্টগ্রাম; আল ফাতেহা ট্রাভেলস্, সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা; হাই লিংকস্ ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল, ৬৫/২/১, পুরানো পল্টন, বক্স কালভার্ট রোড, ঢাকা; যোগাযোগ ট্যুরস এন্ড ট্রাভেলস্, ১০০৫/৩, সি ডি এ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম; ইনসাফ ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস, ৭৮, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, ঢাকা ২০১০; মের্সাস এস, এইচ, ট্রাভেলস ইন্টারন্যাশনাল, ৪২৯, খিলগাঁও, মডেল হাই স্কুল (৩য় তলা) ঢাকা; আবাবিল ট্রাভেলস্ এন্ড ট্যুরস, ইসলাম টাওয়ার (৫ম তলা) কক্ষ নং-ই/১, ৬৫, নয়াপল্টন, ঢাকা; মিনি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ২৮/২ টয়েনবি সার্কুলার রোড, মালেক টাওয়ার, নিচতলা, মতিঝিল, ঢাকা; রাজন ওভারসীজ (প্রাঃ) লিঃ, ১/২, ফকিরাপুল, হোটেল নূরানী বিল্ডিং, ঢাকা ; আল-আমিন এভিয়েশন, টি এন্ড টি কলোনি মসজিদ মার্কেট (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা; হান্না ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস, জি-নেট টাওয়ার (৭ম তলা), ১১৬-১১৭, ডিআইটি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, ঢাকা; সোনিয়া ট্রাভেলস, ভিআইপি টাওয়ার (৫ম তলা), ৫১/১, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা; মের্সাস এস, এইচ, ট্রাভেলস ইন্টারন্যাশনাল, ৪২৯, খিলগাঁও, মডেল হাই স্কুল (৩য় তলা) ঢাকা; সাদমান এয়ার সার্ভিস, রহমানিয়া কমপ্লেক্স (৬ষ্ঠ তলা), ২৮/১/সি, টয়েনবী সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা এবং সৌদি বাংলা হজ সার্ভিস, ৫০, নয়াপল্টন (১০ তলা), ডিআইটি এক্সঃ রোড, ঢাকা।
বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের যদি কেউ হজ এজেন্সিগুলোর কোনো একটির মাধ্যমে ২০১২ সালে হজ গমনের উদ্দেশ্যে টাকা জমা প্রদান করেন তাহলে ঐ সকল হজযাত্রীকে সংশ্লিষ্ট হজ এজেন্সি কিংবা হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সাত্তারা সেন্টার, নয়াপল্টন, ঢাকা অথবা হজ অফিস, আশকোনা, উত্তরা, ঢাকায় যোগাযোগ করে নির্বিঘেœ হজপালনের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।