কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করার সময় স্থানীয় সংসদ সদস্য মো. জাফর আলী, জেলা প্রশাসক হাবিবুর রহমান ও বিটিভি’র ক্যামেরাম্যান নাজমুল হোসেনসহ ৭ জনকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিছুক্ষণ পর অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।
সোমবার দুপুর দেড়টার দিকে কুড়িগ্রাম জেলার নারায়ণপুর সীমান্ত এলাকায় ভারতের মসলাবাড়ী ক্যাম্পের বিএসএফ জোয়ানরা তাদের আটক করে।
পরে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হলে দুপুর সোয়া ২টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
সূত্র জানায়, কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী, জেলা প্রশাসক হাবিবুর রহমান ও বিটিভি’র ক্যামেরা ম্যান নাজমুল হোসেনসহ ৭ সদস্যের একটি দল বন্যার্তদের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য সোমবার সকালে স্পিড বোটে করে সীমান্তবর্তী ওই বন্যাদুর্গত এলাকায় যান।
একপর্যায়ে নারায়ণপুর সীমান্ত এলাকায় গেলে স্পিড বোটের চালক ভুল করে ভারতীয় অংশে ঢুকে পড়লে মসলাবাড়ী বিএসএফের টহলে থাকা সদস্যরা তাদের আটক করে।
কুড়িগ্রাম বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর ইকবাল জানান, বন্যার কারণে পথ ভুল করে ভারতীয় অংশে ঢুকে পড়ায় এ অনাকাঙিক্ষত ঘটনা ঘটে।
দ্রুত তাদের মুক্ত করার জন্য ভারতের বিএসএফের ২২ ব্যাটালিয়নের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিজিবি।
পরে দুপুর সোয়া ২টার দিকে আটকদের পরিচয় জানবার পর বিএসএফ তাদের ছেড়ে দেয়।