‘উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১২’ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহের মধ্যেই এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ।
সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি উপজেলা পরিষদের সংরক্ষিত পদের নির্বাচন সম্পর্কে বলেন, ‘‘বিধিমালাটি চূড়ান্ত করা হয়েছে। এটি শিগগির আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। তারা খুঁটিনাটি বিষয়গুলো দেখে গেজেট আকারে প্রকাশ করবে তারপর আমরা নির্বাচনের দিকে যাবো।’’
তিনি বলেন, ‘‘আশা করছি, এ বছরের মধ্যে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।’’
উল্লেখ্য, বিধিমালাটি প্রণীত হলে দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা প্রায় দেড় হাজার শূণ্য সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনের পথ সুগম হবে। আইন অনুযায়ী উপজেলার অধীন পৌরসভা ও ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য বা কাউন্সিলরদের মধ্য থেকে তিনজন উপজেলা পরিষদের সদস্য নির্বাচিত হবেন।
তাদের পরোক্ষ ভোটে নির্বাচিত করবেন সংশ্লিষ্ট উপজেলার সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও কাউন্সিলররা। এ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে দুই দফা চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। সর্বশেষ বিধিমালা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠালেও তা সংশোধনের জন্য আবার ফেরত পাঠায় আইন মন্ত্রণালয়।
সময় মতোই অনুষ্ঠিত হবে রংপুর সিটি নির্বাচন
আইনের মধ্যে যে সময় দেওয়া আছে ওই সময়ের মধ্যেই রংপুর সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
তিনি বলেন, ‘‘নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি একটি রুটিনমাফিক কাজ। এটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে চলছে। কাজেই রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি রয়েছে।’’
নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। দেখি, কি করা যায়।’’
তিনি বলেন, আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার যে বাধ্যবাধকতা রয়েছে সে সময়ের মধ্যেই নির্বাচন করা হবে।
নির্বাচন নির্দিষ্ট সময়ের প্রথম দিকে না শেষের দিকে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে তিনি বলেন, ‘‘কেবলই সিটি করপোরেশন ঘোষণা করা হলো। এখনো আমরা কাগজপত্র হাতে পাইনি। সবকিছু হাতে পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগে থেকেই আমাদের প্রাথমিক প্রস্তুতি আছে। সাধারণভাবে কমিশন সচিবালয় এসব প্রস্তুতি আগে থেকেই নিয়ে থাকে। নির্বাচনের দিন-ক্ষণ ঠিক হলে বাকি প্রস্তুতি নেওয়া হবে। কাজেই এ বিষয়ে কোনো সমস্যা হবে না।’’