নিজের পরিবারের দুর্নীতি আড়াল করতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু পরিবারের প্রতি মিথ্যাচার করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা।
তারা বলেছেন, বিএনপি ও নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস পদ্মাসেতু যড়যন্ত্রের সঙ্গে জড়িত। তবে কোনো ষড়যন্ত্রই পদ্মাসেতু নির্মাণ বন্ধ করতে পারবে না।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত “শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে মিথ্যাচার ও পদ্মাসেতু নিয়ে যড়যন্ত্রের প্রতিবাদে মানবন্ধনে“ আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।
মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ বলেন, “খালেদা জিয়ার পরিবার দুর্নীতির খবর সারা বিশ্ববাসী জানে। তার দুই ছেলের দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের অভিযোগে বিচার চলছে। ঠিক সে সময় খালেদা জিয়া এমন বক্তব্য দিয়ে তার দুই ছেলেকে রক্ষা করতে চান কী না তাও আজ দেশবাসী জানতে চায়।“
বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে ঋণ-সহায়তা বন্ধ করার পেছনে যড়যন্ত্র আছে উল্লেখ করে তিনি বলেন, “খালেদা জিয়া একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন। যাতে বাংলাদেশে পদ্মাসেতু হতে না পারে।“
বিশ্বব্যাংকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ নেতারা বলেন, “বিশ্বব্যাংকের দুর্নীতি নিয়ে বিশ্বে বিভিন্ন মিডিয়ায় প্রশ্ন উঠেছে। এই বিশ্বব্যাংক যখন আমাদের ওপর নাক গলায় তখন আমরা আর চুপ থাকবো না।“
বিশ্বব্যাংক ঋণ বাতিলের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তারা।
বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম করিমের নেতুত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জনতা ব্যাংকের পরিচালক সাবেক ছাত্র নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কুতিক জোটের সাধারণ অরুণ সরকার রানা, ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জিএম আতিক প্রমুখ।