গাড়ি পোড়ানো মামলায় মঙ্গলবার সিএমএম কোর্টে হাজিরা দিবেন প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৫ নেতা।
এদিন বেলা ১১টায় ঢাকা জেলা মুখ্য হাকিম আদালতে হাজিরা দেবেন তারা।
গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয় চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৮ দলীয় জোটের শীর্ষ ৪৫ নেতার বিরুদ্ধে তেজগাঁ এবং শাহবাগ থানায় পৃথক দু’টি মামলা হয়।
পরে ১৬ মে এ মামলায় আসামিরা নিম্ন আদালতে জামিন আবেদনের শুনানিতে অংশ নিতে গেলে আদালত তাদের জেলহাজতে পাঠান। পরে তারা পর্যায়ক্রমে জামিন পান।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ হন। এর প্রতিবাদে হরতালসহ নানা কর্মসূচি পালন করে বিএনপি।