বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ও তার পরিবার দুর্নীতিগ্রস্ত, সে জন্যই রাজনীতি থেকে তার অবসর নেওয়া উচিত।’
সোমবার সচিবালয়ে নিজ কক্ষে মন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের আরো বলেন, ‘ক্ষমতায় থাকতে খালেদা জিয়ার পরিবার কালো টাকা সাদা করে ক্ষমতার অপব্যবহার করেছেন।
এর আগের দিন রোববার খালেদা জিয়া পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল করায় মহাজোট সরকারের পদত্যাগ দাবি করেন।
সরকারের পদত্যাগ দাবির পরিপ্রেক্ষিতে পরিবেশ ও বনমন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে খালেদা জিয়াকে এ পরামর্শ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, “তিনি (খালেদা জিয়া) যখন এই সরকারের দুর্নীতির কথা বলেন, প্রধানমন্ত্রীকেও জড়ানোর চেষ্টা করেন নিজের দুর্নীতি ঢাকার জন্য। সে জন্যই এ প্রসঙ্গ আসছে (খালেদা জিয়াকে অবসর নেওয়ার পরামর্শ)।“
এছাড়া চট্টগ্রামে প্রধানমন্ত্রীর পরিবার সম্পর্কে খালেদা জিয়া যেসব অভিযোগ করেছেন সেসবের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন পরিবেশ ও বনমন্ত্রী।
পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল করায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিলে কোনো প্রভাব পড়বে কী না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমি মোটেও শঙ্কিত নই। জলবায়ু পরিবর্তনজনিত যে ফান্ড তা বিশ্বব্যাংকের ফান্ড নয়, উন্নয়ন সহযোগীদের ফান্ড। বিশ্বব্যাংক ফিন্যান্সিয়াল ম্যানেজারের দায়িত্ব পালন করছে এবং তা দক্ষতার সঙ্গেই করছে।“