বাংলাদেশে যাত্রা শুরু করলো ওয়াটার প্রুফ এক্সপার্ট ড. ফিক্সিট। পিডিলাইট ইন্ডাস্ট্রিজ পণ্যটি বাজারে নিয়ে এসেছে। এটি ব্যবহার করে নির্মাণ সামগ্রীর ড্যাম্পনেস ভাব দূর, লিকেজ বন্ধ করা এবং ক্র্যাকস পড়া বন্ধ করা যায়।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কোম্পানির প্রধান নির্বাহী সঞ্জয় বাহাদুর জানান, “বাংলাদেশ অধিক বৃষ্টিপাত এবং পাতাল জলের উচ্চচাপ সমৃদ্ধ একটি দেশ। যে কারণে দেশে নির্মাণ কাঠামোর ফুটো-ফাটা দিয়ে পানি চুয়ানো খুবই স্বাভাবিক।’’
‘‘ড. ফিক্সিট সম্পূর্ণরুপে দেশের নির্মাণ কাঠামোগুলো ওয়াটার প্রুফ রাখে। তাই এটি পানি চুইয়ে পড়া রোধ করে। এটি আবাসিক, বাণিজ্যিক ও শিল্প নির্মাণ প্রকল্পে ব্যবহার করা হয়।’’
তিনি জানান, এখন থেকে ড. ফিক্সিটের সব পণ্য বাংলাদেশের হার্ডওয়্যারের দোকানগুলোতে পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিডিলাইট স্পেশালিটি কেমিক্যাল বাংলাদেশ প্রা. লি. এর পরিচালক মানব ঘোষ, ইন্টারন্যাশনাল পিডিলাইটের হুজেফা কাঞ্চওয়ালা ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার অভিষেক দাস।