প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দেশের রাজনীতিতে আবদুর রাজ্জাকের অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তার মৃত্যুতে জাতি একজন নিষ্ঠাবান রাজনীতিক ও বঙ্গবন্ধুর অনুসারীকে হারালো।’
প্রধানমন্ত্রী বলেন, আবদুর রাজ্জাক ছাত্রজীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আত্মনিয়ন্ত্রণাধিকার ও স্বাধীনতা সংগ্রামে বিশাল ভূমিকা পালন করেন।
শেখ হাসিনা বলেন, গতিশীল ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে আবদুর রাজ্জাক জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় এবং গণতান্ত্রিক আন্দোলনে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে মুজিব বাহিনীর অন্যতম কমান্ডার আবদুর রাজ্জাক মুজিব বাহিনীর সংগঠক ও প্রশিক্ষক ছিলেন।
শেখ হাসিনা আবদুর রাজ্জাকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
আবদুর রাজ্জাকের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।