প্রণব মুখার্জির প্রার্থিতা বাতিল করতে সাংমা শিবিরের আবেদন

প্রণব মুখার্জির প্রার্থিতা বাতিল করতে সাংমা শিবিরের আবেদন

প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী নাটক দিন দিন জমে উঠছে ভারতের রাজনৈতিক পরিম। প্রেসিডেন্ট নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থী পি এ সাংমার শিবির কংগ্রেস সমর্থিত প্রার্থী প্রণব মুখার্জির প্রার্থিতা বাতিলের দাবি করেছে।

এ ব্যাপারে তাদের বক্তব্য, ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইন্সটিটিউটের চেয়ারম্যান হিসেবে লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় প্রণব মুখার্জি ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার শর্ত লঙ্ঘন করেছেন।

তবে প্রণব মুখার্জির শিবির থেকে এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের পক্ষে বলা হয়েছে গত সপ্তাহে মনোনয়ন পত্র দাখিলের আগে অর্থ মন্ত্রণালয় থেকে পদত্যাগের পাশাপাশি উল্লিখিত পদ থেকেও পদত্যাগ করেছেন প্রণব মুখার্জি।

সাবেক লোকসভা স্পিকার পি এ সাংমা আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে প্রণব মুখার্জির প্রধান প্রতিদ্বন্দ্বী।

প্রেসিডেন্ট নির্বাচনে সাংমার নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্বপালন করা পার্লামেন্ট সদস্য ভারত্রিহরি মাহাতাব সোমবার আনুষ্ঠানিকভাবে রিটার্নিং অফিসারের কাছে এ ব্যাপারে অভিযোগ দাখিল করেন। অভিযোগ পত্রে উল্লেখ করা হয় প্রণব মুখার্জি নির্বাচনী শর্ত লঙ্ঘন করে এখনও কলকাতা ভিত্তিক ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইন্সটিটিউটের পদে বহাল আছেন। তাই শর্ত অনুযায়ী তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন না।

তবে প্রণব মুখার্জির নির্বাচনী এজেন্ট এবং বর্তমান সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী পবন কুমার বানসাল এই অভিযোগকে ‘অসৎ উদ্দেশ্য প্রণোদিত’ উল্লেখ করে বলেছেন প্রণব মুখার্জি মনোনয়ন পত্র দাখিলের আগেই পদত্যাগ করেছেন। তাদের পক্ষ থেকে আগামীকাল এ ব্যাপারে লিখিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন বানসাল।

এদিকে ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইন্সটিটিউটের পক্ষ থেকেও বলা হয়েছে প্রণব মুখার্জি গত ২০ জুন প্রতিষ্ঠান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়া প্রতিষ্ঠানে প্রণব মুখার্জির পদ লাভজনক ছিলো না বলেও উল্লেখ করে বলা হয় তিনি প্রতিষ্ঠান থেকে তার কাজের বিনিময়ে কোনো সম্মানী পেতেন না।

তবে প্রতিষ্ঠানটি শিকার করেছে তাদের ওয়েবসাইট নতুন করে আপডেট না করার কারণে এতদিন সেখানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে প্রণব মুখার্জির নাম ওঠানো ছিলো। তবে সোমবার দুপুরের মধ্যেই তার নাম প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

ভারতীয় গঠনতন্ত্রের ৫৮ নং অনুচ্ছেদ অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের লাভজনক পদে বহাল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না।

আন্তর্জাতিক