কথায় আছে, পুরান চাল নাকি ভাতে বাড়ে। ৬১ বছর বয়সী অভিনেতা রজনীকান্ত তা আরেকবার প্রমাণ করলেন। ‘তালাশ’ ছবির একটি মাত্র আইটেম গানে পারফর্ম করার জন্য তিনি ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।
দেিণর এভারগ্রিন হিরো রজনীকান্তকে ইদানিং বলিউডের ছবিতে অভিনয় করতে কম দেখা গেলেও তামিল অ্যাকশন ছবিতে তিনি এখনও নিয়মিত অভিনয় করছেন।
বলিউড সুপারস্টার আমির খান প্রযোজিত ‘তালাশ’ ছবির একটি ব্যয় বহুল আইটেম গানে পারফর্ম করবেন বলে জানা গেছে। আইটেম গানটিতে পারফর্মের জন্য তিনি ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন।
বলিউডের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এই আইটেম গানের সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৫০ কোটি রুপি। আইটেম গানটির শুটিং বিশ্বের ২০০ টি দেশের ৫০ টি ভিন্ন লোকেশনে করা হবে বলে জানা গেছে।
রিমা কাগতি পরিচালিত ‘তালাশ’ ছবির ব্যয়বহুল এই আইটেম গানে রজনীকান্ত ছাড়াও ভারতের কয়েকজন রাজনীতিবিদ ও ক্রিকেটার পারফর্ম করবেন।
মনস্তাত্বিক গল্প নিয়ে তৈরি এ ছবিতে অভিনয় করছেন আমির খান, কারিনা কাপুর, রানি মুখার্জী, শেহনাজ পাটেল প্রমুখ। ‘তালাশ’ ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের নভেম্বরে।