ফরহাদ রেজা বাদ, জাতীয় দলে শফিউল

ফরহাদ রেজা বাদ, জাতীয় দলে শফিউল

আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস সফরের জন্য ১৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। তার জায়গায় চোট মুক্ত হয়ে দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।

অনূর্ধ্ব-১৯ দলে খেলতে যাওয়া আনামূল হক বিজয়ের জায়গায় ঢুকেছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরের সময় বিশ্রামে ছিলেন শীর্ষ অলরাউন্ডার সাকিব।

খেলোয়াড়রা হলেন: তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, নাসির হোসেন, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, নাজমুল হোসেন ও আবুল হাসান রাজু।

বাংলাদেশ দল আগামী ১১ জুলাই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবে। সেখানে ১৮, ২০ ও ২১ জুলাই তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার পর নেদারল্যান্ডস যাবে দুটি টি-টোয়েন্টি খেলতে। ২৪ ও ২৫ জুলাই স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে হবে ম্যাচ দুটি। বাংলাদেশ দল দেশে ফিরবে ২৬ জুলাই।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ জুলাই থেকে অনুশীলন করবে জাতীয় দল।

 

খেলাধূলা