লাল আর হলুদ রঙের আলপনায় ভরে উঠেছে স্পেনের রাজধানী মাদ্রিদ। সমর্থকদের ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ ধ্বনিতে মুখরিত চারপাশ। সঙ্গে নাচ, গান ও হইহুলোড় তো আছেই। উল্টো দৃশ্য ইতালির রাজধানী রোমে। স্পেনের কাছে ইউরো চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে হেরে যাওয়ায় নিশ্চুপ হয়ে গেছে নগরী।
বড় আসরে টানা তিনবার শিরোপা জেতায় আনন্দে ভাসছে স্পেন। শিশু, কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে বৃদ্ধিরাও যোগ দিয়েছে আনন্দ মিছিলে। আনন্দের টুকরো ছবি গুলো যেন এক একটা বিশাল বিশাল লাল-হলুদের মিলেশে তৈরি বড় বড় আলপনা।
গাড়ি ও মোটরবাইকে চড়ে শোভাযাত্রা করেছে স্প্যানিশরা। মুখে রঙের ছোঁয়া, বাদ যায়নি মাথার চুলও। বলতে গেলে সারা শরীরে লাল-হলুদের আনন্দ মেখে শিরোপা জয়ের উৎসব করেছে তারা। অর্থনৈতিক মন্দার ভেতরে তাদেরকে একচিলতে সস্তি এনে দিয়েছে ইউরো শিরোপা। ফুটবলের সাফল্যে সব দুঃখ কষ্ট মুহূর্তেই উধাও। মিগুয়েল রিভার্ত বলেন, ‘সমগ্র দেশ আজ একত্রিত হয়েছে। আপাতত কেউ ভাবছে না বিপর্যয় নিয়ে।’
পরাজয়ের স্বাদ নিয়ে ব্যথিত রোম নিশ্চুপ হয়ে গেছে। ইতালির সমর্থক ফাবিও বলেন, ‘আমি পরাজয় অনুভব করছি। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি, আগামীতে ভালো করবো আমরা।’