বিভিন্ন ঘটনায় নিহত ১৩ সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী, যার মধ্যে সাগর-রুনির একমাত্র সন্তান মেঘও ছিল।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৩ জন নিহত সাংবাদিকের পাশাপাশি অসুস্থ ৪৮ জন সাংবাদিককেও সহায়তার চেক তুলে দেন শেখ হাসিনা।
তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিক পরিবারগুলোকে এই সহায়তা দেওয়া হয়। নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যরা পেয়েছেন দুই লাখ টাকা এবং আহত ও অসুস্থ সাংবাদিকদের দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা।
বাবা-মা দুজন সাংবাদিক হওয়ায় চার লাখ টাকার চেক পেয়েছেন মাহির সারওয়ার মেঘ। মেঘের হাতে চেক তুলে দেওয়ার সময় তার মাথায় হাত বুলিয়ে দেন শেখ হাসিনা।
দাদি ও নানিকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিল ছয় বছর পূর্ণ হওয়ার আগেই বাবা-মাকে হারানো মেঘ।
প্রধানমন্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকার চেক নেন নিহত পথিক সাহা, বিভাষ চন্দ্র সাহা, শহীদুজ্জামান টিটো, শফিকুল ইসলাম মিঠু, ফরিদপুরের গৌতম দাস, খুলনার মানিক চন্দ্র সাহা, হারুনর রশীদ খোকন ও শেখ বেলালউদ্দিন, বগুড়ার দীপংকর চক্রবর্তী, যশোরের শামছুর রহমান ও জামাল উদ্দিনের পরিবারের সদস্যরা।
চেক প্রদান শেষে প্রধানমন্ত্রী বলেন, “আমি খুব মর্মাহত। এখানে অনেকে আমার সঙ্গে বিভিন্ন ট্যুরেও গেছেন। এখন চিকিৎসা করাতে পারছেন না।”
অসুস্থ সাংবাদিকদের আরো উন্নত চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে প্রধানমন্ত্রী সাংবাদিক নেতাদের উদ্দেশ্যে বলেন, “খবর পেলে ব্যবস্থা নেওয়া কঠিন কিছু নয়।”
নিহত সাংবাদিকদের সন্তানদের শিক্ষার বিষয়ে শেখ হাসিনা বলেন, “প্রধানমন্ত্রী থাকি, আর না থাকি। এই সাহায্য আমরা করব।”