বিএনপির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের আরেকটি মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।
রোববার ঢাকার তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসেন অভিযোগ গঠনের শুনানি গ্রহণ শেষে আগামী ১২ জুলাই আদেশের জন্য দিন রেখেছেন।
মামুনের অব্যাহতি চেয়ে আদালতে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম বেনু।
ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন,“এ মামলার অভিযোগটি আমার মোয়াক্কেলের বিরুদ্ধে দায়ের করা সম্পদের তথ্য গোপনের মামলায়ও আনা হয়েছিল। সম্পদের তথ্য গোপনের মামলায় তার সাজাও হয়েছিল। একই প্রকৃতির অভিযোগে একজনের বিরুদ্ধে দুইবার মামলা করা যায় না।”
এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল হক বেনু যুক্তির বিরোধিতা করেন।
এ সময় মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসেনের আদালতে মামুন ও তারেক রহমানের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে অপর একটি মামলার বিচারকাজ চলছে।
২৯ এপ্রিলে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। মামুনের বিরুদ্ধে এ মামলায় ৪ লাখ ১৮ হাজার ৮৫৩ পাউন্ড লন্ডনে পাচারের অভিযোগ আনা হয়েছে।