জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক পক্ষের হামলায় নিহত জুবায়েরের পরিবারকে দুই লাখ টাকা অনুদান দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন এক অনুষ্ঠানে জুবায়েরের বাবা তোফায়েল আহমেদের কাছে অর্থের চেক হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত ৮ জানুয়ারি তৎকালীন উপাচার্য শরীফ এনামুল কবিরের অনুসারী বলে পরিচিত ছাত্রলীগের ‘ভিসি গ্রুপের’ কর্মীদের হামলায় গুরুতর আহত হন চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং সাবেক ছাত্রলীগ কর্মী জুবায়ের। অতিরিক্ত রক্তক্ষরণে পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়।
ওই হত্যাকা-ের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর এবং তার প্রশাসনকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়।
পরে পাঁচ মাস ধরে চলা শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৭ মে উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শরীফ এনামুল কবির।
জুবায়ের হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন চার ছাত্র।