কটূক্তি: মাহফুজুরের বিরুদ্ধে আরো দুই মামলা

কটূক্তি: মাহফুজুরের বিরুদ্ধে আরো দুই মামলা


মামলায় বাদি উল্লেখ করেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ও বিদেশে চরমভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান তাকে বাচাল আখ্যায়িত করেছেন।”

এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলাবারের সভাপতি মো. আতিয়ার রহমান মুন্সি, সাধারণ সম্পাদক মো. অজগার আলী খান ও সাবেক সভাপতি ইদ্রিস আলী মোল্লাকে সাক্ষী করা হয়েছে।

পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ।

মামলায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করে মাহফুজুর রহমান ১৬ কোটি মানুষকে অপমাণিত করেছেন এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়েছেন।”

বিচারক চৌধুরী মাহাবুবুর রহমান অভিযোগটি আমলে নিয়ে পিরোজপুর সদরের সহকারী পুলিশ সুপারকে (এএসপি সার্কেল) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ