বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘বসুন্ধরাই প্রথমবারের মত বাংলাদেশের বাজারে নিয়ে আসছে আর্ট ও ম্যাট পেপার। এবার এদেশেই উৎপাদন করা হবে এসব পেপার। এতোদিন এই কোটেড পেপারগুলো বিদেশ থেকে আমদানি করা হতো। এখন দেশে উৎপাদন করার ফলে আর বিদেশ থেকে আমদানি করার প্রয়োজন হবে না।’
শনিবার সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরা সিটিতে বসুন্ধরা পেপারের পরিবেশক ও আমদানিকারকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বসুন্ধরা পেপার এরইমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। বসুন্ধরা বিশ্বমানের কাগজপণ্য উৎপাদন ও সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করেছে বলেই বিশ্ববাজারে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আর্ট ও ম্যাট পেপার দেশে উৎপাদনের ফলে এদেশের বাজার যেমন সমৃদ্ধশালী হবে, তেমনি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। সেইসঙ্গে বিপুল বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
তিনি দাবি করেন, ‘বসুন্ধরা থেকে উৎপাদিত কাগজি এরইমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে শক্ত অবস্থান করে নিয়েছে। আমরা কাগজের মান নিশ্চিতের ব্যাপারে খুবই সচেতন।’
উল্লেখ্য, বাংলাদেশের শীর্ষস্থানীয় কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড দেশে উন্নতমানের কাগজ বিপণন করে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটির কাগজ দেশের বাইরেও সকল মহলে সমাদৃত হয়েছে।
প্রতিষ্ঠানটি গ্লাসিন, হার্ড টিস্যু, এমজি পোস্টার, কার্বনলেসসহ বিভিন্ন মানের পেপার উৎপাদনের পাশাপাশি ভারত, শ্রীলংকা, আরব আমিরাত, মরিশাস, তিউনিশিয়াসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে সুনামের সঙ্গে রফতানি করে আসছে।