রিহ্যাবের ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নসরুল হামিদ এম পিকে সভাপতি এবং প্রকৌশলী আনিসুজ্জামান ভূঁইয়া রানাকে সাধারণ সম্পাদক করে রিয়েল এস্টেট হাউজিং এসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নসরুল হামিদ এম পি আগের কমিটিরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

দু’বছর মেয়াদি এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে, মোকাররম হোসেন খান- সিনিয়র সহসভাপতি, মেজর জেনারেল মো:আব্দুর রশীদ(অব:)- সহসভাপতি, লিয়াকত আলী ভূঁইয়া-সহসভাপতি, মিজানুর রহমান দেওয়ান-কোষাধ্যক্ষ, মো:সাইদুল ইসলাম বাদল-সাংগঠনিক সম্পাদক, মো:ওয়াহেদুজ্জামান-যুগ্ম সম্পাদক, প্রকৌশলী মো:আনসার আলী-যুগ্ম কোষাধ্যক্ষ, ড.মো.আব্দুর রহিম খান( সাবেক অতিরিক্ত আইজি)-সদস্য, প্রফেসর ড. আবু ইউসুফ মো:আব্দুল্লাহ-সদস্য, মো:রবিউল হক-সদস্য, মেজর(অব:) মমিন ইসলাম-সদস্য, মো:আব্দুর রহমান-সদস্য,  প্রকৌশলী আবুল খায়ের সেলিম-সদস্য, স্থপতি মো: আল আমীন-সদস্য, মোস্তফা শহীদ বিএন-সদস্য,  প্রকৌশলী মো:শোয়েব উদ্দিন-সদস্য, মো:আবু বকর সিদ্দিক- সদস্য, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান-সদস্য, শাহ মমরেজ চৌধুরী- সদস্য।

এছাড়া মো: আব্দুল কাইয়ুম চৌধুরী এবং  প্রকৌশলী এসএম আবু সুফিয়ান চট্টগ্রাম জোনাল অঞ্চলের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, রিহ্যাব নির্বাচন বোর্ড কর্তৃক গত ১২ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী এই কমিটি গঠিত হয়। ২০১৪ সালের জুন মাস পর্যন্ত মেয়াদ থাকবে বর্তমান কমিটির।

অর্থ বাণিজ্য