৩৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত মুক্তিযুদ্ধের ছবি ‘গেরিলা‘ প্রশংসিত হয়েছে। ছবিটি উৎসবের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে প্রদর্শিত হয়েছে।
আমন্ত্রিত অতিথি হিসেবে উৎসবে অংশ নেওয়া শেষ করে ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ০১ জুলাই রোববার রাতে দেশে ফিরছেন।
গত ২১ জুন থেকে শুরু হয় এবারের ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, চলে চলবে ৩০ জুন পর্যন্ত। উৎসবের ষষ্ঠ রাতে ‘নভি আরবাতের মাল্টিপ্লেক্স সিনেমা’-এর ৫ নং হলে ‘গেরিলা’ ছবিটি প্রদর্শিত হয়। প্রদর্শনী আগে প্রতিক্রিয়ায় ছবির নির্মাতা নাসিরউদ্দীন ইউসুফ বলেন, এ ছবির ঘটনা সত্য এবং বাস্তব। তবে একে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা যাবে না। বরং এটি ইতিহাসের আশ্রয়ে নির্মিত একটি চলচ্চিত্র। মুক্তিযুদ্ধে নারীদের সাহসী ভূমিকার কথা আড়ালেই থেকে গেছে জানিয়ে তিনি বলেন, এ ছবিতে আমি একজন নারী মুক্তিযোদ্ধার সংগ্রামী ভূমিকার কথা বলার চেষ্টা করেছি।
মস্কো চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া উল্লেখযোগ্য সংখ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব ছবিটি দেখেন। ছবিটি দেখার পর উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে ‘গেরিলা’ ছবির প্রশংসা করেন।
‘গেরিলা’ ছবির প্রধান চরিত্রটিতে অনবদ্য অভিনয় করেছেন জয়া আহসান। পাশাপাশি আরও কয়েক শিল্পীর অভিনয় দর্শকের মন ভরিয়ে দেয়। এ তালিকায় আছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, এটিএম শামসুজ্জামান, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম প্রমুখ। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস ও ইমপ্রেস টেলিফিল্ম।
উল্লেখ্য, ‘গেরিলা’ ছবিটির মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি প্রদর্শনের জন্য স্থান করে নেয়।